দিয়াবল কি একজন বাস্তব ব্যক্তি?
বাইবেলের উত্তর
হ্যাঁ, দিয়াবল একজন বাস্তব ব্যক্তি। দিয়াবল হল, “এই জগতের শাসক।” (যোহন ১৪:৩০; ইফিষীয় ৬:১১, ১২) সে একজন আত্মিক প্রাণী এবং সে নিজে থেকে মন্দ পথ বেছে নিয়েছিল আর ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। বাইবেল এই নাম এবং বৈশিষ্ট্যের মাধ্যমে দিয়াবলের ব্যক্তিত্ব প্রকাশ করে:
শয়তান যার অর্থ হল “বিপক্ষ।”—ইয়োব ১:৬.
শয়তান যার অর্থ হল “অপবাদক।”—প্রকাশিত বাক্য ১২:৯.
সাপ, বাইবেলে যাকে ‘প্রতারক’ হিসেবে তুলে ধরা হয়েছে।—২ করিন্থীয় ১১:৩.
মিথ্যাবাদী।—যোহন ৮:৪৪.
শয়তান হল মন্দের প্রতীক কোন খারাপ গুণ নয়
অনেকে মনে করে শয়তান দিয়াবল হল, আমাদের মধ্যে থাকা কোন খারাপ গুণ। কিন্তু বাইবেলে, ঈশ্বর এবং শয়তানের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা লেখা আছে। ঈশ্বর হলেন একজন সিদ্ধ ব্যক্তি তাই তিনি তাঁর মধ্যে থাকা কোনো মন্দ গুণের সঙ্গে কথা বলতে পারেন না। (দ্বিতীয় বিবরণ ৩২:৪; ইয়োব ২:১-৬) এ ছাড়া শয়তান যিশুকেও প্রলোভন দেখিয়েছিল যার মধ্যে কোন পাপ ছিল না। (মথি ৪:৮-১০; ১ যোহন ৩:৫) সেইজন্য বাইবেল জানায়, দিয়াবল হল একজন বাস্তব ব্যক্তি কোনো মন্দ গুণ নয়।
কিন্তু, অনেক লোক বিশ্বাস করে না যে দিয়াবল একজন বাস্তব ব্যক্তি তাই আমাদের কি এটা দেখে অবাক হওয়া উচিত? একদমই না। বাইবেল বলে, শয়তান তার উদ্দেশ্য সম্পন্ন করার জন্য প্রতারণা করে থাকে। (২ থিষলনীকীয় ২:৯, ১০) তার একটা প্রধান কৌশল হল, সে লোকদের অন্ধ করে রেখেছে যাতে লোকেরা এটা বিশ্বাস করে যে, সে একজন বাস্তব ব্যক্তি নয়।—২ করিন্থীয় ৪:৪.
দিয়াবলের বিষয়ে আরও কিছু ভুল ধারণা
ভুল ধারণা: লুসিফার হল দিয়াবলের আরেকটা নাম।
সত্য: ইব্রীয় শব্দ “লুসিফারকে” কিছু বাইবেলে এভাবে অনুবাদ করা হয়েছে “প্রভাতি-তারা।”। (যিশাইয় ১৪:১২) এটার মাধ্যমে বাবিলনীয় রাজবংশ অথবা বাবিলনীয় রাজাদের বোঝানো হয়েছে, যাদের অহংকারের জন্য ঈশ্বর তাদের নত করেছেন। (যিশাইয় ১৪:৪, ১৩-২০) বাবিলনীয় রাজাদের পতনের পর তাদের উপহাস করার জন্য “প্রভাতি-তারা” অভিব্যক্তিটা ব্যবহার করা হয়েছে।
ভুল ধারণা: ঈশ্বর “মানুষের বিচার করার জন্য” শয়তানকে ব্যবহার করেন।
সত্য: দিয়াবল হল ঈশ্বরের শত্রু তার দাস নয়। শয়তান দিয়াবল সেই ব্যক্তিদের বিরোধিতা করে ও তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসে, যারা ঈশ্বরকে সেবা করে।—১ পিতর ৫:৮; প্রকাশিত বাক্য ১২:১০.