“তুমি বলবান হও, সাহস কর, কার্য্য কর”!
কঠিন পরিস্থিতিতে পড়লে যিহোবার উপর নির্ভর করা প্রয়োজন। দায়ূদের নির্ভরতার সঙ্গে কীভাবে কাজও জড়িত ছিল, তা দেখুন।
১ বংশাবলি ২৮:১-২০; ১ শমূয়েল ১৬:১-২৩; ১৭:১-৫১ –এর উপর ভিত্তি করে নেওয়া হয়েছে
আপনি হয়তো এটাও দেখতে চাইবেন
প্রহরীদুর্গ
“এই যুদ্ধ সদাপ্রভুর”
কী কারণে দায়ূদ গলিয়াৎকে পরাজিত করতে পেরেছিলেন? দায়ূদের বিবরণ থেকে আমরা কী শিখতে পারি?