সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

[বাঁ-দিক থেকে ডান দিক] মার্সেলো, ইয়োমারা ও ইভার; তারা তিন জনই স্প্যানিশ ব্রেইল ভাষায় নতুন জগৎ অনুবাদ বাইবেলের এক এক খণ্ড ধরে আছেন

চোখে দেখতে না পেলেও তারা ভাই-বোনদের ভালোবাসা দেখেছিলেন

চোখে দেখতে না পেলেও তারা ভাই-বোনদের ভালোবাসা দেখেছিলেন

ইয়োমারা, মার্সেলো ও ইভার হলেন তিন ভাই-বোন এবং তারা গুয়াতেমালার একটা ছোটো গ্রামে থাকেন। সবচেয়ে প্রথমে ইয়োমারা সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন আর এরপর তার দুই ভাইও অধ্যয়ন করতে শুরু করেন। কিন্তু, একটা সমস্যা ছিল। তারা তিন জনই অন্ধ ছিলেন আর সেইসঙ্গে ব্রেইল ভাষাও জানতেন না। তাই, যে-ভাই তাদের বাইবেল অধ্যয়ন করাতেন, তিনিই অনুচ্ছেদগুলো পড়ে শোনাতেন এবং তাতে দেওয়া শাস্ত্রপদগুলোও পড়তেন।

আরেকটা সমস্যা ছিল। তাদের বাড়ি থেকে কিংডম হলে যেতে প্রায় ৪০ মিনিট লাগত আর তারা একা সেখানে যেতে পারতেন না। কিন্তু, মণ্ডলীর ভাইয়েরা তাদের কিংডম হলে যাওয়া-আসার ব্যবস্থা করে। কিছুসময় পর, তারা সভাগুলোতে অ্যাসাইনমেন্ট পেতে শুরু করেন। ভাই-বোনেরা তাদের সাহায্য করত, যাতে তারা তাদের অংশ মুখস্থ করে নেন এবং সভায় গিয়ে ভালোভাবে তুলে ধরতে পারেন।

পরে, ২০১৯ সালের মে মাস থেকে তাদের গ্রামেই সভা হতে শুরু হয়। ইতিমধ্যেই সেখানে এক স্বামী-স্ত্রী এসেছিলেন, যারা অগ্রগামী ছিলেন। তারা চিন্তা করেছিলেন, এই তিন ভাই-বোনকে ব্রেইল ভাষা শেখানোর জন্য তারা কঠোর প্রচেষ্টা করবেন। কিন্তু, তারা ব্রেইল ভাষা জানতেন না। তাই, তারা একটা লাইব্রেরিতে যান এবং সেখান থেকে ব্রেইল ভাষার বিষয়ে কিছু বই নেন। সেই বইগুলোতে এও বলা ছিল যে, অন্যদের কীভাবে ব্রেইল ভাষা শেখানো যায়।

খ. মার্সেলো সভায় উত্তর দিচ্ছেন

ইয়োমারা, মার্সেলো ও ইভার কিছু মাসের মধ্যেই ব্রেইল ভাষা শিখে নেন। এখন তারা সহজেই আমাদের প্রকাশনাগুলো পড়তে পারতেন এবং এর ফলে, যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছিল। a এখন তারা তিন জনই অগ্রগামী হিসেবে সেবা করছেন এবং মার্সেলো একজন পরিচারক দাস হিসেবেও সেবা করছেন। তারা তিন জনই সারা সপ্তাহ ধরে উদ্যোগের সঙ্গে যিহোবার সেবা করেন এবং তাদের দেখে অন্য ভাই-বোনদেরও উদ্যোগ বেড়ে যায়।

মণ্ডলীর ভাই-বোনেরা তাদের খুব ভালোবাসে এবং তাদের জন্য অনেক চিন্তা করে। আর তারা তিন জনই এরজন্য খুবই কৃতজ্ঞ। ইয়োমারা বলেন, “যখন থেকে আমাদের সাক্ষিদের সঙ্গে পরিচয় হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত তারা আমাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছে এবং প্রেমের সঙ্গে আচরণ করেছে। এটাই তো সত্যিকারের ভালোবাসা!” মার্সেলো বলেন, “মণ্ডলীতে আমাদের অনেক ভালো বন্ধু রয়েছে। আমরা এমন একটা পরিবারের অংশ, যেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে আর সবাই একে অপরকে খুব ভালোবাসে।” ইয়োমারা এবং তার ভাইয়েরা সেই দিন দেখার জন্য অধীর অপেক্ষা করে রয়েছেন, যখন পুরো পৃথিবী পরমদেশ হয়ে যাবে।—গীত. ৩৭:১০, ১১; যিশা. ৩৫:৫.

a আমাদের সংগঠন একটা ব্রোশার তৈরি করেছে, যেটার শিরোনাম হল লার্ন টু রিড ব্রেইল। যারা চোখে কম দেখে অথবা যারা একেবারেই দেখতে পায় না, তারা এই ব্রোশারের সাহায্যে ব্রেইল ভাষা পড়া ও লেখা শিখতে পারে।