সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ৩ ২০২০ | একজন প্রেমময় সৃষ্টিকর্তার কাছ থেকে চিরস্থায়ী আশীর্বাদ।

মানবজাতিকে কোন কোন আশীর্বাদ করার প্রতিজ্ঞা করেছেন? আপনি কি সৃষ্টিকর্তার লিখিত বাক্যের উপর আস্থা রাখবেন? পরবর্তী প্রবন্ধগুলো সৃষ্টিকর্তার কয়েকটা প্রতিজ্ঞা সম্বন্ধে তুলে ধরবে এবং ব্যাখ্যা করবে যে, কেন আপনি সেগুলোর উপর বিশ্বাস রাখতে পারেন। এই প্রবন্ধগুলো এও প্রকাশ করবে যে, কীভাবে আপনি সেই প্রতিজ্ঞাত আশীর্বাদগুলো লাভ করতে ও সুখী হতে পারবেন।

 

আপনি একজন প্রেমময় সৃষ্টিকর্তার কাছ থেকে চিরকাল ধরে আশীর্বাদ লাভ করতে পারেন

আপনি কি এমন এক উত্তম জগতের আকাঙ্ক্ষা করেন, যেখানে যুদ্ধ, হিংস্রতা এবং অসুস্থতা থাকবে না? এটা কোনো স্বপ্ন নয়। এটা হল সৃষ্টিকর্তার প্রতিজ্ঞা।

আমাদের প্রেমময় সৃষ্টিকর্তা আমাদের যত্ন নেন

একজন প্রেমময় বাবার মতো সৃষ্টিকর্তা তাঁর পরিবারের যত্ন নেন। কীভাবে?

সৃষ্টিকর্তা যেভাবে তাঁর প্রেমময় প্রতিজ্ঞাগুলো প্রকাশ করেছেন

কীভাবে সৃষ্টিকর্তা আমাদের জন্য তাঁর বার্তা লিখতে ভাববাদীদের ব্যবহার করেছেন?

সৃষ্টিকর্তার লিখিত বাক্য কি পরিবর্তন করা হয়েছে?

আজ আমাদের কাছে যে-বাইবেল রয়েছে, সেটার বিষয়ে বিশেষজ্ঞরা কী আবিষ্কার করেছেন, তা দেখুন।

আমরা ভাববাদীদের কাছ থেকে সৃষ্টিকর্তা সম্বন্ধে শিখি

তিন জন বিশ্বস্ত ভাববাদী আমাদের সৃষ্টিকর্তা সম্বন্ধে এবং কীভাবে তাঁর আশীর্বাদ লাভ করা যায়, সেই সম্বন্ধে জানতে সাহায্য করেন।

সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করার জন্য ক্রমাগত প্রার্থনা করুন

আমরা কীভাবে প্রার্থনা করতে পারি, যাতে সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শোনেন ও আশীর্বাদ করেন?

যারা সৃষ্টিকর্তার বাধ্য হয়, তারা আশীর্বাদ লাভ করে

সৃষ্টিকর্তার বাধ্য হওয়ার ফলে আমরা যে-দুটো উপায়ে তাঁর আশীর্বাদ লাভ করতে পারি, তা বিবেচনা করুন।

আমরা যেভাবে অন্যদের প্রতি প্রেম দেখাতে পারি

অন্যদের প্রতি প্রেম দেখানো সবসময় সহজ হয় না কিন্তু তা দেখানো যেতে পারে।

যারা অন্যদের সাহায্য করে, তারা আশীর্বাদ লাভ করে

আমরা যখন এমন ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তখন আমরা সৃষ্টিকর্তার অনুমোদন ও আশীর্বাদ লাভ করি।

চিরকাল ধরে আমাদের সৃষ্টিকর্তার আশীর্বাদগুলো উপভোগ করুন

সৃষ্টিকর্তা যখন অব্রাহামের কাছে করা তাঁর প্রতিজ্ঞা পরিপূর্ণ করবেন, তখন পৃথিবীতে জীবন কেমন হবে?

আপনি কি কখনো ভেবে দেখেছেন?

জীবন ও ঈশ্বর সম্বন্ধে প্রশ্নের উত্তর দেখুন।