ঈশ্বরকে জানার মাধ্যমে আপনি কীভাবে উপকৃত হতে পারেন?
এই ধারাবাহিক প্রবন্ধে আমরা ইতিমধ্যে ঈশ্বর কে? এই প্রশ্নের উত্তর জানতে পেরেছি। আমরা বাইবেল থেকে জেনেছি, তাঁর নাম যিহোবা ও তার প্রধান গুণ হল প্রেম। এ ছাড়া, আমরা দেখেছি যে, মানবজাতির উপকারের জন্য এই পর্যন্ত ঈশ্বর কী কী করেছেন আর ভবিষ্যতে তিনি কী করবেন। ঈশ্বর সম্বন্ধে জানার জন্য আরও অনেক কিছু রয়েছে। আপনি হয়তো চিন্তা করতে পারেন, ঈশ্বর সম্বন্ধে এই সমস্ত কিছু জেনে আমি কীভাবে উপকৃত হতে পারি।
যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন, “তুমি যদি তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন।” (১ বংশাবলি ২৮:৯) কল্পনা করুন, ঈশ্বরকে খোঁজা ও জানার মাধ্যমে আপনার জন্য যে-মূল্যবান উপহার অপেক্ষা করে রয়েছে, তা হল “যিহোবার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব।” (গীতসংহিতা ২৫:১৪, NW) এই ধরনের বন্ধুত্ব গড়ে তোলার মাধ্যমে আপনি কোন কোন উপকার লাভ করতে পারেন?
প্রকৃত সুখ। যিহোবাকে ‘ধন্য’ বা সুখী ‘ঈশ্বর’ হিসেবে বর্ণনা করা হয়েছে। (১ তীমথিয় ১:১১) যিহোবার নিকটবর্তী হওয়া এবং তাঁর পথ অনুকরণ করা আপনাকে প্রকৃত সুখ পেতে সাহায্য করবে, যেটা আপনাকে আবেগগত, মানসিক এবং শারীরিকভাবে উপকৃত করতে পারে। (গীতসংহিতা ৩৩:১২) এ ছাড়া, ক্ষতিকর জীবনধারা এড়িয়ে চলার, ভালো অভ্যাস গড়ে তোলার ও অন্যদের সঙ্গে উত্তম সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আপনি এক সুখী জীবন গড়ে তুলতে পারবেন। আপনিও গীতরচকের মতো একমত হয়ে এই কথা বলবেন: “ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল।”—গীতসংহিতা ৭৩:২৮.
ব্যক্তিগত যত্ন ও মনোযোগ। যিহোবা তাঁর দাসদের প্রতিজ্ঞা করেন: “তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।” (গীতসংহিতা ৩২:৮) এর অর্থ হল, যিহোবা ব্যক্তিগতভাবে তাঁর প্রতিটা দাসের যত্ন নেন এবং তাদের প্রত্যেকের নির্দিষ্ট চাহিদাগুলো পূরণ করেন। (গীতসংহিতা ১৩৯:১, ২) যিহোবার সঙ্গে একবার উত্তম সম্পর্ক গড়ে তুললে আপনি বুঝতে পারবেন, তিনি সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন।
এক অপূর্ব ভবিষ্যৎ। বর্তমানে আপনাকে এক সুখী ও পরিতৃপ্তিদায়ক জীবন পেতে সাহায্য করা ছাড়াও যিহোবা ঈশ্বর আপনার জন্য এক অপূর্ব ভবিষ্যতের পথ খুলে দিয়েছেন। (যিশাইয় ৪৮:১৭, ১৮) বাইবেল জানায়: “আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।” (যোহন ১৭:৩) ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশা একটা নোঙরের মতো কাজ করতে পারে, যেটা আমাদের এই কঠিন সময়ে “অটল ও দৃঢ়” রাখে।—ইব্রীয় ৬:১৯.
ঈশ্বরকে ভালোভাবে জানার ও তাঁর সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার আরও অনেক উপকার রয়েছে। এই সম্বন্ধে জানার জন্য আপনি যেকোনো যিহোবার সাক্ষির সঙ্গে কথা বলতে পারেন কিংবা আরও সাহায্যকারী তথ্যের জন্য jw.org ওয়েবসাইট দেখতে পারেন।