সুখী জীবনের জন্য উত্তম পরামর্শ
“এই পৃথিবীর অবস্থা খুবই খারাপ। কেউ গরিব, কেউ অসুস্থ, ছোটো বাচ্চাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে আর জায়গায় জায়গায় যুদ্ধ হচ্ছে। এসব দেখে আমার কষ্ট হয়। কিন্তু এখন আমি জানি, এগুলো এক সময় শেষ হয়ে যাবে।”—রানি। a
রানি জানতে পারেন যে, আমাদের সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি এই জগতের পরিস্থিতি ঠিক করবেন। তিনি এও জানতে পারেন যে, জীবন উপভোগ করার জন্য ঈশ্বর উত্তম পরামর্শ দিয়েছেন। এগুলো জেনে রানি মনের শান্তি খুঁজে পান এবং সত্যিই সুখী হয়ে ওঠেন। আপনিও যদি ঈশ্বরের এই পরামর্শগুলো মেনে চলেন, তা হলে আপনিও জীবনে সুখী হতে পারবেন। পরবর্তী প্রবন্ধগুলোতে নীচে দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে:
পরিবারে সুখ পাওয়ার জন্য আমরা কী করতে পারি?
কীভাবে আমরা অন্যদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি?
কীভাবে আমরা সন্তুষ্ট থাকতে পারি?
কেন আমরা দুঃখকষ্ট ভোগ করি এবং মারা যাই?
কীভাবে ভবিষ্যৎ সম্বন্ধে আপনি এক নিশ্চিত আশা পেতে পারেন?
সৃষ্টিকর্তাকে ভালোভাবে জানার এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উপায় কী?
এই বিষয়ে ঈশ্বর যে-পরামর্শ ও শিক্ষা দিয়েছেন, সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, বরং সবার জন্য।
a এই পত্রিকায় নামগুলো পরিবর্তন করা হয়েছে।