বাইবেলের প্রশ্নের উত্তর
দরিদ্রতামুক্ত এক জগৎ কি সম্ভব?
প্রত্যেক বছর লক্ষ লক্ষ ব্যক্তি অপুষ্টি ও রোগে ভুগে মারা যায় আর এর প্রধান কারণ হল, চরম দরিদ্রতা। কোনো কোনো দেশের কাছে বিপুল পরিমাণে অর্থ থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষ এখনও চরম দরিদ্রতার মধ্যে বাস করে। বাইবেল ইঙ্গিত দেয়, দরিদ্রতা মানবজাতির এক দীর্ঘদিনের সমস্যা।—পড়ুন, যোহন ১২:৮.
এই দরিদ্রতা দূর করার জন্য এমন এক সরকারের প্রয়োজন, যা বিশ্বব্যাপী শাসন করবে। এই সরকারের যেন সারা বিশ্বের সম্পদ ন্যায্যভাবে বন্টন করার এবং যুদ্ধ শেষ করার ক্ষমতা থাকে, যেগুলো দরিদ্রতার প্রধান কারণ। ঈশ্বর এই ধরনের বিশ্বব্যাপী এক সরকার স্থাপন করার প্রতিজ্ঞা করেছেন।—পড়ুন, দানিয়েল ২:৪৪.
কে দরিদ্রতা দূর করতে পারে?
ঈশ্বর তাঁর পুত্র, যিশুকে সমগ্র মানবজাতির উপর শাসন করার জন্য নিযুক্ত করেছেন। (গীতসংহিতা ২:৪-৮) যিশু দরিদ্রদের উদ্ধার করবেন এবং অত্যাচার ও দৌরাত্ম্য দূর করবেন।—পড়ুন, গীতসংহিতা ৭২:৮, ১২-১৪.
ভবিষ্যদ্বাণীকৃত “শান্তিরাজ” হিসেবে যিশু বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবেন। সেই সময় প্রত্যেক ব্যক্তির নিজস্ব ঘর, আনন্দদায়ক কাজ এবং পর্যাপ্ত খাদ্য থাকবে।—পড়ুন, যিশাইয় ৯:৬, ৭; ৬৫:২১-২৩. (w১৫-E ১০/০১)