সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১২

কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

১. ঈশ্বর কি সমস্ত প্রার্থনা শোনেন?

 ঈশ্বর সমস্ত জাতির লোকেদেরকে প্রার্থনায় তাঁর নিকটবর্তী হতে আমন্ত্রণ জানান। (গীতসংহিতা ৬৫:২) তবে, তিনি সমস্ত প্রার্থনা শোনেন না বা গ্রহণ করেন না। উদাহরণস্বরূপ, যে-ব্যক্তি নিজের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন, তার প্রার্থনা রুদ্ধ হয়ে যেতে পারে। (১ পিতর ৩:৭) এ ছাড়া, ইস্রায়েলীয়রা যখন মন্দ কাজ করেই গিয়েছিল, তখন ঈশ্বর তাদের প্রার্থনা শোনেননি। তা সত্ত্বেও, ঈশ্বর এমনকী গুরুতর পাপ করেছে এমন ব্যক্তিদের প্রার্থনা গ্রহণ করবেন, যদি তারা অনুতপ্ত হয়। স্পষ্টতই, প্রার্থনা হল এক বিশেষ সুযোগ।—পড়ুন, যিশাইয় ১:১৫; ৫৫:৭.

 ঈশ্বর কি সমস্ত প্রার্থনা শোনেন? শিরোনামের ভিডিওটা দেখুন।

২. কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত?

 প্রার্থনা হল আমাদের উপাসনার একটা অংশ, তাই আমাদের কেবল আমাদের সৃষ্টিকর্তা, যিহোবার কাছেই প্রার্থনা করা উচিত। (মথি ৪:১০; ৬:৯) এ ছাড়া, যেহেতু আমরা অসিদ্ধ, তাই আমাদের যিশুর নামে প্রার্থনা করা উচিত কারণ তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। (যোহন ১৪:৬) যিহোবা চান না যেন আমরা মুখস্থ অথবা লিখিত প্রার্থনা পুনরাবৃত্তি করি। তিনি চান যেন আমরা হৃদয় থেকে প্রার্থনা করি।—পড়ুন, মথি ৬:৭; ফিলিপীয় ৪:৬, ৭.

 আমাদের সৃষ্টিকর্তা এমনকী নীরব প্রার্থনাও শুনে থাকেন। (১ শমূয়েল ১:১২, ১৩) তিনি চান যেন আমরা প্রতিটা মুহূর্তে প্রার্থনা করি, যেমন দিনের শুরুতে এবং শেষে, খাবারের সময় এবং সমস্যার মুখোমুখি হলে।—পড়ুন, গীতসংহিতা ৫৫:২২; মথি ১৫:৩৬.

৩. কেন খ্রিস্টানরা একত্রে মিলিত হয়?

 ঈশ্বরের নিকটবর্তী হওয়া সহজ নয় কারণ আমরা এমন লোকেদের মধ্যে বাস করি, যাদের ঈশ্বরের ওপর বিশ্বাসের অভাব রয়েছে এবং যারা পৃথিবীর শান্তির বিষয়ে তিনি যে-প্রতিজ্ঞা করেন, সেটাকে উপহাস করে। (২ তীমথিয় ৩:১, ৪; ২ পিতর ৩:৩, ১৩) তাই, সহবিশ্বাসীদের সঙ্গে আমাদের উৎসাহজনক মেলামেশার প্রয়োজন এবং তাদেরও আমাদের প্রয়োজন।—পড়ুন, ইব্রীয় ১০:২৪, ২৫.

 যে-লোকেরা ঈশ্বরকে ভালোবাসে, তাদের সঙ্গে মেলামেশা করা আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করে। যিহোবার সাক্ষিদের সভাগুলো অন্যদের বিশ্বাস থেকে উপকার লাভ করার উত্তম সুযোগ প্রদান করে।—পড়ুন, রোমীয় ১:১১, ১২.

৪. কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

 ঈশ্বরের বাক্য থেকে আপনি যা শিখেছেন, তা নিয়ে ধ্যান করার মাধ্যমে আপনি যিহোবার নিকটবর্তী হতে পারেন। তাঁর কাজ, উপদেশ এবং প্রতিজ্ঞা নিয়ে বিবেচনা করুন। প্রার্থনা ও ধ্যান আমাদেরকে ঈশ্বরের প্রেম ও প্রজ্ঞার মূল্য সম্বন্ধে বুঝতে সাহায্য করে।—পড়ুন, যিহোশূয়ের পুস্তক ১:৮; গীতসংহিতা ১:১-৩.

 আপনি একমাত্র সেই সময়ই ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন, যদি আপনি তাঁর ওপর বিশ্বাস স্থাপন করেন। বিশ্বাস হল একটা বৃক্ষের মতো, যেটার নিয়মিতভাবে যত্নের প্রয়োজন। আপনার বিশ্বাসকে সবসময় বজায় রাখার জন্য আপনার বিশ্বাসের ভিত্তি নিয়ে পুনরালোচনা করুন।—পড়ুন, মথি ৪:৪; ইব্রীয় ১১:১, .

৫. কীভাবে ঈশ্বরের নিকটবর্তী হওয়া আপনাকে উপকৃত করবে?

 যিহোবা সেই ব্যক্তিদের জন্য চিন্তা করেন, যারা তাঁকে ভালোবাসে। তিনি তাদেরকে এমন যেকোনোকিছু থেকে রক্ষা করতে পারেন, যা কিনা তাদের বিশ্বাসকে এবং অনন্তজীবনের আশাকে নষ্ট করে দিতে পারে। (গীতসংহিতা ৯১:১, ২, ৭-১০) তিনি আমাদেরকে এমন ধরনের জীবনযাপন সম্বন্ধে সাবধান করেছেন, যা কিনা আমাদের স্বাস্থ্য ও সুখের জন্য হুমকি স্বরূপ। যিহোবা আমাদেরকে সবচেয়ে উত্তম জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দিয়েছেন।—পড়ুন, গীতসংহিতা ৭৩:২৭, ২৮; যাকোব ৪:৪, .