গীতসংহিতা ১:১-৬

১  সুখী সেই ব্যক্তি, যে মন্দ লোকদের পরামর্শ অনুযায়ী চলে না,পাপীদের পথে দাঁড়ায় না,উপহাসকারীদের সঙ্গে বসে না।  ২  কিন্তু, সে যিহোবার আইনকে খুব ভালোবাসেএবং দিন-রাত নীচুস্বরে তাঁর আইন পড়ে।*  ৩  সে জলের স্রোতের ধারে লাগানো গাছের মতো হবে,যেটা সঠিক সময়ে ফল দেয়এবং যেটার পাতা শুকিয়ে যায় না। সে তার সমস্ত কাজে সফল হবে।  ৪  কিন্তু, মন্দ লোকেরা এইরকম হয় না।তারা তুষের মতো হয়, যেটাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়।  ৫  তাই, মন্দ লোকেরা বিচারের সময় দাঁড়িয়ে থাকতে পারবে না,পাপীরা ধার্মিক লোকদের মণ্ডলীতে দাঁড়িয়ে থাকতে পারবে না।  ৬  কারণ যিহোবা ধার্মিক লোকদের পথ সম্বন্ধে জানেন,কিন্তু মন্দ লোকদের পথ বিনষ্ট হয়ে যাবে।

পাদটীকাগুলো

বা “দিন-রাত তাঁর আইন নিয়ে গভীরভাবে চিন্তা করে।”